gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ছাত্র আন্দোলনের সফলতা চেয়ে রাবির ছাত্রলীগ নেতার পদত্যাগ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুলাই , ২০২৪, ১১:২৩:০০ এএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-07-18_6698a667bbb47.jpg

শিক্ষার্থীদের আন্দোলনে সফলতা কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসকুকে তিনি এ ঘোষণা দেন। ছাত্রলীগ নেতা আল ফারাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুসারী ও মাদার বক্স হলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। ইতিহাসে ছাত্ররাজনীতি সম্পর্কে যেভাবে অধ্যয়ন করেছি বা মহান রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যা যা পড়েছি ও জেনেছি সেভাবেই রাজনীতি চর্চা করার ইচ্ছা ছিল। ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য একটি ছাত্র সংগঠনের সর্বদা পাশে থাকাটা কর্তব্য। কিন্তু সাধারণ ছাত্রদের দুঃসময়ে যদি কোনো ছাত্র সংগঠনের কর্মী হয়ে পাশে থাকতে না পারি তাহলে সেই ছাত্ররাজনীতি কল্যাণকর নয় বলে মনে করি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ও ৫২’র ভাষা আন্দোলনের পেছনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংগঠনকে ঘৃণা করতে পারবো না। যেদিন বাংলাদেশে আবারো সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হবে ছাত্রলীগে সেদিন আবারো ফিরে আসবো। ততদিন পর্যন্ত ছাত্ররাজনীতির সঙ্গে ইতি টানলাম। ছাত্রদের যৌক্তিক আন্দোলন সফল হোক, স্বার্থক হোক। এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) আন্দোলনকারী শিক্ষার্থীরা মাদার বক্স হলে এই নেতার কক্ষ ভাঙচুর করেন। এরপর তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝