gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মোরেলগঞ্জে খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রকাশ : বুধবার, ১৭ জুলাই , ২০২৪, ০৭:২২:০০ পিএম
মোরেলগঞ্জ, (বাগেরহাট) প্রতিনিধি:
GK_2024-07-17_6697c6cc23c68.jpg

বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের কালিকাবাড়ী বাজার সংলগ্ন খাল থেকে এক ভ্যান শ্রমিকের মারদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী বাজার এলাকায়। জানা গেছে, বলইবুনিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ভ্যান শ্রমিক আতিয়ার খান (৫৫) ভোর ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে ডাব ক্রয়ের জন্য মোরেলগঞ্জের উদ্দেশ্যে বের হয়। এ সময় পথিমধ্যে কালিকাবাড়ী বাজার সংলগ্ন কালভর্টের ওপর থেকে চলন্ত ভ্যানসহ খালের মধ্যে পড়ে গেলে স্থানীয় পথচারীরা আতিয়ার খানকে খাল থেকে তুলে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আতিয়ার খানের পরিবারে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

নিহত ওই ভ্যান শ্রমিকের মেয়ে আইরিন আক্তার রানী বলেন, তার বাবা ফজর নামাজ শেষে বাড়ি থেকে ভ্যান নিয়ে ডাব কাটার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে কালিকাবাড়ী বাজারের কালভাটের্র উপর থেকে ভ্যানসহ খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, কালিকাবাড়ী বাজার সংলগ্ন খাল থেকে আজ সকালে আতিয়ার খান নামের এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের স্ত্রী ও সন্তানেরা জানিয়েছেন, তিনি ইতিপূর্বে দু’বার ষ্ট্রোক করেছেন। পুনরায় ষ্ট্রোক জনিত কারনে সকালে চলন্ত ভ্যানসহ খালে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝