gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ কোটা সংস্কার আন্দোলন:

সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল-ছাত্রলীগের পৃথক কর্মসূচী
প্রকাশ : বুধবার, ১৭ জুলাই , ২০২৪, ০৫:৪৪:০০ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-07-17_6697a0994abaf.jpg

কোটা সংস্কারের দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুরে পৌর শহরের হোসেন বখত চত্বরে প্রথমে শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্লোগান দেন, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা’ এই স্লোগান সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই তারা তাদের কর্মসূচি সমাপ্ত করে।
এদিকে, কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদল পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রদলের কর্মীদের মাঝে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে৷ পরে ছাত্রদলের নেতারা জেলা বিএনপির অফিসের সামনে সমাবেশ করে।
এদিকে, দুপুর বারোটার দিকে পৌর শহরের রমিজ বিপণীস্হ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হোসেন বখ্ত চত্বরে কিছু সময় স্লোগান দেয়। এরপরে জেলা পুলিশ সুপার বাসভবনের সামনে যায় এবং সেখান থেকে ফিরে পুনরায় রমিজ বিপনিস্হ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে শহরের হোসেন বখ্ত চত্বরে এলে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল মুখোমুখি হলে ছাত্রলীগের ধাওয়া খেয়ে সাধারণ শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝