gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাদারীপুরের মস্তফাপুরে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত-৪
প্রকাশ : বুধবার, ১৭ জুলাই , ২০২৪, ০৩:৫২:০০ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-07-17_669793458c1ce.jpg

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুরে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আহত হয়েছেন, মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), মাদারীপুর শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা আক্তার (১৮), কাজী আল-আমিন (২২)। বাকি একজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১২টার দিকে মাদারীপুরের জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারী ৪ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝