gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা-পুত্র গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ১৭ জুলাই , ২০২৪, ০২:৪৬:০০ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-07-17_669781114eb1b.jpg

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার বোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া ৪টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশ,এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন(১৯) আটকৃত আসামিদের বসত ঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের বসত ঘরে তল্লাশি করে ৩ হাজার ৩৫০ কেজি (৪৭ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পরে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরও ২ হাজার কেজি (৪০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা চিনিসহ বাবা- পুত্রকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝