gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৮ লাখ টাকা আত্মসাৎ করতেই বিকাশ কর্মীর ছিনতাইয়ের নাটক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুলাই , ২০২৪, ০৪:০৮:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-07-16_669646bfdd007.jpg

মাদারীপুরে ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৮ লাখ টাকা আত্মসাৎ করতেই হামলা ও ছিনতাইয়ের নাটক সাজায় বিকাশের বিক্রয়কর্মী আল আমিন সরদার। ঘটনার ৮দিন পর ছিনতাই হওয়া সাড়ে ১৪ লাখ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এই তথ্য জানান। তিনি আরো জানান, ঘটনার সাথে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ একাধিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাতে নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বি এলাকার হযরত আলী সরদারের ছেলে আল আমিন সরদার (২৩), কালকিনি উপজেলার লক্ষ্মীপুরের দড়িচর এলাকার আব্দুস সালাম সরদারের ছেলে নুরুল করিম (২৫) ও একই উপজেলার এনায়েতনগর এলাকার আলমাছ সরদারের ছেলে মো. সাইমুন সরদার (১৯)।
পুলিশ সুপার আরো জানান, গত ৭ জুলাই সকালে ব্যাংক থেকে ১৮ লাখ টাকা উত্তোলন করে বিকাশের বিক্রয়কর্মী আল-আমিন ও হাসান উদ্দিন (২৫) রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারের দিকে যাচ্ছিলেন। মাঝপথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিপথ রোধ করে থামিয়ে দেয়। এ সময় আল-আমিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন। পরে তাদের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বিকাশের ম্যানেজার হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর মডেল থানায় একটি মামলা করেন।
পরে জেলার গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও সিআইডি মামলাটি তদন্তে নামে। এই ঘটনার মূলহোতা বিকাশের বিক্রয়কর্মী আল আমিনসহ তিনজনকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় ছিনতাই হওয়া সারে ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেলসহ একাধিক সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের তিনজনকে আদালতে পাঠানো হয়।এছাড়াও বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
মাদারীপুর বিকাশের ডিস্ট্রিবিউটর মোস্তাক আহম্মেদ বলেন, এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে কেউ এমন ঘটনা আর ঘটাতে সাহস না পায়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝