gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ কোটা সংস্কার আন্দোলন

ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুলাই , ২০২৪, ০১:১২:০০ পিএম
ময়মনসিংহ সংবাদদাতা:
GK_2024-07-16_66961d58f27f3.jpg

দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ দফায় দফায় হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। এ সময় তারা কোটা প্রথা বাতিলের দাবিতে শ্লোগান দেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে টাউন হল তিন রাস্তার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, নটরডেম কলেজ, জিলা স্কুল ও নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এই অন‍্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন‍্যথায় ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, ক‍্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাই ক‍্যাম্পাসের শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীতে এসে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে।
এদিকে সড়ক অবরোধের কারণে আটকা পড়েছেন যানবাহনের যাত্রীরা। এ সময় যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়কে হেটে যেতে দেখা গেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝