gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঢাবিতে হামলার প্রতিবাদ

খুলনা জিরোপয়েন্ট অবরোধ খুবি শিক্ষার্থীদের
প্রকাশ : সোমবার, ১৫ জুলাই , ২০২৪, ০৭:২৫:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
খুলনা ব্যুরো:
GK_2024-07-15_66952d153a44f.JPG

কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার জিরোপয়েন্ট মোড় অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৫টা থেকে তারা মিছিল নিয়ে জিরোপয়েন্ট অবস্থান নেয়। এ সময় খুলনা-সাতক্ষীরা এবং খুলনা-ঢাকা-বাগেরহাট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চায়’, ’আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁয় নায়’, ’চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এ জাতীয় স্লোগানে জিরো পয়েন্টমোড় প্রকম্পিত করে তোলে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা প্রথার সংস্কার সকল শিক্ষার্থীর প্রাণের দাবি। এ আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম অপমানজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সাথে তারা বলেন, শান্তিপূর্ণভাবে চলতে থাকা একটি যৌক্তিক আন্দোলনের উপর পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনকারীদের উপর চড়াও হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা এর বিচার চাই এবং কোটা প্রথার সংস্কার চাই।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝