শিরোনাম |
আমাগের যশোর জিলায় নতুন পুলিশ সুপার সাহেব আইয়েচেন। পোশাসনে কেউ আসলি তারে নিয়ে কারনে অকারনে মাইতে উটা এট্টা চল হইয়ে দাড়ায়েচে। সরকারি চাকরির নিয়মই আসা যাওয়া। তেবে হালি কইরে যশোরের কিচু মানসির ফেসবুক তলাশ কল্লি বুজা যাবে এই চল কতডা দূরায়েচে।
যশোরে যোগ দিয়ে পেত্তম দিন এসপি চাচা কি কইরেচেন সিডা নিয়ে ফেসবুকি এট্টা ছবি আর লিকা ঘুইরে বেড়াচ্ছিল। যারা এই সব ছাড়িল পেত্তম মনে হচ্চিল ইডা খাটি সুরেশ তেলের কোন নতুন ভারসন। তেবে পরে নিচ্চিত হলাম যা রইটেচে আসলে তা ঘইটেচে। ফেসবুকি লিকা পইড়ে জানতি পারিলাম, এসপি চাচা ব্যানবেলায় সাইকেল চালায়ে গিলেন ডিসি চাচার বাড়ি। স্যানে গেটেত্তেই ফিরে আসতি হইলো। হয়তো সাইকেল চালায় যাওয়ার কারনে। যদি দামি গাড়ি হাকায় যাতেন তালি হয়ত চেকচাকও হইতো না। ডিসি বাংলোত্তে তিনি গিলেন চাচড়া ফাড়িতি। ব্যানবেলায় যাওয়ার কারনে কারো বাটি চালোক দিয়ে স্যানে পাইলেন না। শুনলাম গেট ঝাকায়ে ফেরট আইলেন। সব চাইতি ঝুমা খাইনডা বাদিলো কোতোয়ালী থানায়। তিনি মুবাল হারানোর জিডি কত্তি চাইয়ে ৫০০ টাকার বোগোরে জিডি কত্তি পারিলেন না। শুনিলাম তিনি ২০০ টাকা পন্তিক সাধিলেন, কিন্তুক যারা ডিউটিতি ছিল তাইগের তো এট্টা ইজ্জেত আছে! ৫০০ নীচে তারা উলিলেন না। উল্টে পরামশশো দিলে ২০০ আছে আরো ৩০০ জড়ো কত্তি পাল্লি তকন আইসে জিডি কত্তি। পরে যকন জানিলাম এই সব ঘটনা সত্যি, তকন উনার ওপর ভক্তি আমজনতার মতো আমারও বাইড়ে গিলো।
পরে শুনতি পালাম সুম্বাদিকগের সাতে মিটিংয়ি তিনি কইয়েচেন চাকরিডারে তিনি ইবাদত মনে করেন। এই চাকরি কইরে তিনি বেহেস্তে যাতি চান। আল্লা উনার মনের আশা কবুল করুক সেই দুয়াই করি।
তেবে মুক্কুসুক্কু মানুস জ্ঞানের বহর খাটো, এট্টা কোচ্চেন প্যাটের মত্তি বুগলা মাইরে উইটতিলো। এসপি চাচা যশোর আইসে ভালোমন্দ খুজার জন্যি ব্যানবেলায় আমজনতা সাইজে বেড়াইলেন তাতে ভালো মন্দ দুডোই দেইকেচেন। যারা ভালো তাইগের কি হইয়েচে জানিনে, তেবে যারা মন্দ বিশেষ কইরে জিডির জন্যি উনার কাচে ৫০০ টাকা নিয়ে জুরাজুরি কইল্লো ইরাম মালগের কি হইয়েচে সিডা জানতি পাল্লাম না।
আশা কচ্চি তিনি বাইরির মতো ঘরেও দুষ্টুর দমন আর শিষ্টোর পালন করবেন।
ইতি-
অভাগা আক্কেল চাচা