gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা
প্রকাশ : রবিবার, ১৪ জুলাই , ২০২৪, ১২:৫৫:০০ পিএম
খাগড়াছড়ি প্রতিনিধি:
GK_2024-07-14_66937676c2281.jpeg

খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে পৌর টাউন হল থেকে মাদকবিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এসে শেষ হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাদকবিরোধী আলোচনা সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এ.কে. এম. দিদারুল আলম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আহ্বান জানান, মাদকদ্রব্যকে না বলুন। সুন্দর জীবন গড়ুন। মাদক সমাজ ও নতুন প্রজন্মকে অসুস্থ করে দেয়। মাদকদ্রব্য সেবনে জাতির মেধাশক্তিকে ধ্বংস করে দেয়। আর তাই স্মার্ট জাতি বিনির্মাণে মাদক সেবন থেকে দূরে থাকতে আহ্বান জানান বক্তারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝