gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রামগড়ে গণহত্যায় জড়িতদের শাস্তির দাবি
প্রকাশ : শনিবার, ১৩ জুলাই , ২০২৪, ০২:৫৮:০০ পিএম
খাগড়াছড়ি প্রতিনিধি:
GK_2024-07-13_669241ceb719e.jpg

১৯৮৬ সালের ১৩ জুলাই, তৎকালীন শান্তিবাহিনী কর্তৃক খাগড়াছড়ি পার্বত জেলার রামগড় উপজেলার পাতাছড়া গণহত্যায় জড়িতদের শাস্তি ও গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।
সকালে উপজেলার পাতাছড়া গণহত্যার ৩৮ বছর পুর্তি উপলক্ষে গণকবরের সামনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে এ দাবি জানান স্বজনরা।
পাতাছড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু হানিফের এর নেতৃত্বে দোয়া মোনাজাতে অংশ নেন গণহত্যায় নিহত আদম ছফি উল্লাহ'র ছেলে মো. ইয়াছিন ও আবু ইউসুফ, ছবুরী খাতুনের ছেলে নজরুল ইসলাম, হালিমা বেগমের ছেলে মো. নাছিরসহ সমাজ কমিটির সভাপতি মো. মন্তাজ মিয়া প্রমুখ।
হতদের স্বজন ও স্থানীয়দের দাবি, ১৯৮৬ সালের ১৩ জুলাই নিহতদের গণকবর সংরক্ষণের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ববর্তী সময়ে তিন পার্বত্য জেলায় সংগঠিত বিভিন্ন গণহত্যার নথিপত্রে রামগড়ের পাতাছড়া গণহত্যার ঘটনা প্রকাশ করা হোক। এছাড়া বাস্তুভিটাহীন পরিবারগুলোকে নিজ ভূমি ফেরত পাঠানো ও প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানায় তারা ।
উল্লেখ্য, ৩৮ বছর আগে তৎকালীন শান্তিবাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, এলোপাতাড়ি গুলিতে সেদিন নিহত হয়েছিল ৫জন শিশুসহ মোট ৭ জন। কয়েকদিন পর ঘটনাস্থলের খুব কাছ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছিল স্থানীয়রা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝