gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ আসামী ছিনিয়ে নেবার সময় ৯ পুলিশ আহত

খুলনায় কৃষকলীগ নেত্রী হালিমাসহ গ্রেপ্তার ১৪
প্রকাশ : শুক্রবার, ১২ জুলাই , ২০২৪, ০৯:৩৯:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
খুলনা ব্যুরো:
GK_2024-07-12_66914f035e45a.JPG

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে গ্রেফতারে হালিমা রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে হালিমা ও তার সহযোগিরা হামলা চালিয়ে ৯ পুলিশ সদস্যকে আহত করেন। এ সময় পলাশ পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আরো পুলিশ যায়। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে বাড়িটি থেকে হালিমা রহমানসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দু’জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি। তারা হলেন ইয়াছিন ও মিনার। পলাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ৯ পুলিশ সদস্যের মধ্যে চারজন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝