gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মোংলাবন্দরের জেটিতে নিলামকৃত মাইক্রোবাসে আগুন, চালক দ্বগ্ধ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুলাই , ২০২৪, ০৭:৪২:০০ পিএম
বাগেরহাট প্রতিনিধি:
GK_2024-07-11_668fe5fbcea27.JPG

মোংলাবন্দরের জেটিতে নিলাম হওয়া একটি হাইয়েস মাইক্রোবাস আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় গাড়ির ভেতরে থাকা চালক ইরফান উল্লাহ দিপু (২৭) দ্বগ্ধ হয়েছেন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়ি চালক দিপুর শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মোংলাবন্দর জেটির ১ নম্বর ওপেন ইয়ার্ডে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায় , মোংলা বন্দর জেটির ১ নম্বর ওপেন ইয়ার্ডে রক্ষিত গত নিলামে বিক্রয়কৃত একটি কালো রং এর হাইয়েস গাড়ি স্টার্ট দেয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এসময় চালক ইরফান উল্লাহ দিপু গাড়ির ভেতরে থাকায় আগুনে দ্বগ্ধ হন। খবর পেয়ে মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্বগ্ধ গাড়ি চালক ইরফান উল্লাহ দিপু চট্রগ্রামের বাকুলিয়া উপজেলার বাকুলিয়া গ্রামের অব্দুল মতিনের ছেলে।
তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে তার শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, গাড়িটি প্রায় পাঁচ বছর ধরে মোংলা বন্দরের জেটিতে পড়ে ছিলো। সম্প্রতি গাড়িটি নিলামে বিক্রি হয়। দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িটির যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ হয়ে পড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝