gramerkagoj
শুক্রবার ● ১৭ জানুয়ারি ২০২৫ ৪ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জাল সার্টিফিকেট তৈরির দু’কারিগর আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুলাই , ২০২৪, ০৩:৪৭:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ১০:৫৭:৩৭ এএম
ঢাকা অফিস:
GK_2024-07-11_668faa7798199.JPG

ঢাকার নিউমার্কেট এলাকায় র‌্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরির দু’কারিগর আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে নকল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১০ এর একটি দল।
গ্রেফতারকৃতরা হলো, নিউমার্কেট এলাকার রাকিব হাসান (২৫) ও শাহ আলম মিজি (৩৯)।
এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, একটি শিক্ষা সনদ ও একটি মার্কশিট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বলেন, রাজধানীর নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জাল সনদ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ এবং জাল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিলো। তারা টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালাতেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝