gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কলকাতার ডোবায় বাংলাদেশি যুবকের মৃতদেহ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুলাই , ২০২৪, ০৩:২৬:০০ পিএম , আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৫, ০২:০৪:১৮ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-11_668fa7574e1d9.JPG

ভারতের কলকাতা মহানগরীর সায়েন্স সিটি এলাকার একটি ডোবা থেকে মহম্মদ দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি ডোবায় পড়েছিলো ওই যুবকের মৃতদেহ।
তার বাড়ি ঢাকার মহম্মদপুর। পিতার নাম মীর মোশারফ হোসেন। তার কাছে থাকা নথিপত্র দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি ডেবার পাড়ে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এক পর্যায়ে হঠাৎ তিনি পানিতে ঝাঁপ দেন। স্থানীয়রা বিষয়টি দেখে প্রগতি ময়দান থানায় খবর দেন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। তার কাছে থাকা নথিপত্র দেখে জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক ও ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
জানা যায়, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন ওই যুবক। উপল কেন কলকাতায় এসেছিলেন? কেনইবা ডোবার পানিতে ঝাঁপ দিলেন এসব বিষয়ে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝