gramerkagoj
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বাঘার সিনিয়র সাংবাদিক আবদুল গফুর আর নেই
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুলাই , ২০২৪, ০৩:০৯:০০ পিএম
সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
GK_2024-07-11_668fa1571e895.jpg

রাজশাহীর বাঘায় সিনিয়র সাংবাদিক আবদুল গফুর প্রামানিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ি উপজেলার আড়ানী রেললাইনের দক্ষিণে জোতরঘু গ্রামে তিনি ইন্তেকাল করেন।
তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমুত্র রোগে ভুগছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন পেশায় হোমিও চিকিৎসক ছিলেন। আবদুল গফুরের জীবদ্দশায় প্রায় ৫০ বছর সাংবাদিকতা পেশায় থেকে জাতীয় দৈনিক ভোরের ডাক ও রাজশাহী থেকে প্রকাশ জাতীয় দৈনিক বার্তার উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এছাড়া তিনি বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যেজ্জল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু গৃনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আবদুল গফুর প্রামানিকের একমাত্র ছেলে মাহমুদ আক্তার বাবু জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগায়ে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

আরও খবর

🔝