শিরোনাম |
❒ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এমপি তুহিন
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার সকালে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মো. তৌহিদুজ্জামান তুহিন বলেন, স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীশেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নতিকল্পে প্রধানমন্ত্রী দেশে ষাট হাজার নার্স নিয়োগ দিয়েছেন। চিকিৎসক নিয়োগ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের যা কিছু আছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, ওসি ইকবাল বাহার চৌধুরী, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার লাকি, প্রেসক্লাব সভাপতি ইয়াকুব আলী এবং অধ্যক্ষ আবু জাফর। সভা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার জুলকার ইসলাম।
সভা শেষে সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন দুপুরে দক্ষিণ কয়ারপাড়া গ্রামে রত্নগর্ভা মা হামিদা আহমদ কমিউনিটি ক্লিনিক এবং রস্তমপুর গ্রামের মনোয়ারা খাতুন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। বিকেলে ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। একইসাথে সলুয়া বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।