gramerkagoj
বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪ ২৯ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেনাপোলে পৃথক অভিযানে ১৪ জন গ্রেপ্তার
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৯:০৮:০০ পিএম , আপডেট : রবিবার, ১০ নভেম্বর , ২০২৪, ০৩:৪৭:২৩ পিএম
স্টাফ রিপোর্টার, বেনাপোল:
GK_2024-07-10_668ea407831d5.jpg

বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে একশ’ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন সাজাপ্রাপ্ত এবং আটজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার ভবেরবেড়, বালুন্ডা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ভবেরবেড় পশ্চিমপাড়ার এনামুল হক কালাই (২৫) ও ইবাদত মুন্সি (২৮), বালুন্ডা গ্রামের সজীব মোড়ল (২১), ভবেরবেড় গ্রামের আবু বক্কার সিদ্দিক (৫০), সালাম, উত্তরগাতিপাডা গ্রামের সেলিম, বড়আঁচড়া গ্রামের পলাশ কুমার হাওলাদার, বেনাপোল কলেজপাড়ার রাসেল, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মনোয়ারা খাতুন ভাদু (৫০), বড়আঁচড়া গ্রামের হাদিস সরদার, মাসুদ রানা, সেলিম রেজা, নয়ন হোসেন এবং বিল্লাল হোসেন (৪৫)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝