gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানও সভাপতিদের সাথে মতবিনিময়

নিয়োগ বাণিজ্যের চেয়ে ভিক্ষা করা অনেক সম্মানের: এমপি বাবুল
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৯:০৫:০০ পিএম , আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:৩১:৫৫ পিএম
চন্দন দাস, বাঘারপাড়া (যশোর):
GK_2024-07-10_668ea3db62cd9.jpg

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কর্মকাণ্ড হিসেবে বুধবার যশোরের বাঘারপাড়ায় এমপি এনামুল হক বাবুলের আহ্বানে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের দপ্তর প্রধান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সভাপতির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বাবুল এমপি বলেন, ‘উন্নত বিল্ডিং হচ্ছে, কিন্তু শিক্ষার মান উন্নত হচ্ছে না। শিক্ষার মান উন্নত করতে হলে সবাইকে সচেতন হতে হবে’।
তিনি বলেন, অভিভাবকেরা উদাসীন হয়ে যাচ্ছে। ভালো রেজাল্টের দিকে খেয়াল তাদের। ছেলে বাইরে আড্ডা দিচ্ছে, নেশা করছে সেদিকে খেয়াল করছেন না তারা’।
প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পরিষদের সভাপতিদের উদ্দেশ্যে এনামুল হক বাবুল বলেন, ‘ওয়াদা চাই, নিয়োগ বাণিজ্য করবেন না’। তিনি বলেন, ‘পাহারা দেওয়া সম্ভব না। তবে নিয়োগ বাণিজ্য ধরা পরলে কঠোর শাস্তি দেওয়া হবে। আপনারা নিয়োগ বাণিজ্য না করে আওয়ামী লীগ অফিসের সামনে থালা নিয়ে বসেন। কারণ নিয়োগ-বাণিজ্যের চেয়ে ভিক্ষা করা অনেক সম্মানের’।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, ওসি রকিবুজ্জামান রাকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাঘারপাড়া মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মজিদ মাস্টার, দয়ারামপুর মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ পীরজাদা আশরাফ উদ্দিন, হাবুল্যা পিএইচএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম, মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক (শিক্ষা) কর্মকর্তা আশিকুজ্জামান এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুল্লা।
সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার এমদাদ হোসেন।
এর আগে সকালে বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দেয়ারা খাল খনন কাজ পরিদর্শন করেন এনামুল হক বাবুল এমপি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝