gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশজুড়ে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে যশোরে মানববন্ধন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো ইতালি মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড: টিটন গাজীসহ মোট ৫ জন গ্রেপ্তার যশোর গরীব শাহ মাজারের সামনে কাল ভাটের ওপর দেবে যায় ট্রাক, যান চলাচল ব্যাহত বিক্ষোভে ফুঁসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঈমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজাকে শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত করেছে ইসরায়েল সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নয়াদিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন
ভারত থেকে আমদানি হলো ১১টি বুলেটপ্রুফ সামরিক যান
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৯:০৪:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
স্টাফ রিপোর্টার, বেনাপোল:
GK_2024-07-10_668ea3364f026.jpg

সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে মাইন প্রটেকটেড ১১টি সামরিক যান আমদানি করা হয়েছে। যার আমদানি মূল্য ৪৬ কোটি টাকা। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব সামরিক যান বেনাপোল বন্দরে প্রবেশ করে। বুধবার বিকেলের দিকে সামরিক যানগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ এসব সামরিক যান আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যানভানসড সিস্টেমস লিমিটেড। চালানে সামরিক যানগুলোর আমদানি মূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা।
জানা যায়, এ যানবাহনগুলো সেনাবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধির জন্য আনা হয়েছে, যা সম্পূর্ণ বুলেটপ্রুফ। এই প্রথম বেনাপোল বন্দর হয়ে এ ধরনের সামরিক যান বাংলাদেশে আমদানি করা হলো।
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত সামরিক সরঞ্জামের তালিকার তথ্যমতে, দেশে এর আগে মোট ২০৫টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান ক্রয় করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০, দক্ষিণ আফ্রিকা থেকে ৪৪ ও কানাডা থেকে ৪৪টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান কেনা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স-২০২৪ অনুযায়ী, সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭তম।
ঢাকার এমআর লজিস্ট্রিক নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান সামরিক যানগুলো বেনাপোল কাস্টমস ও বন্দর থেকে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে খালাস করেছে। ওই প্রতিষ্ঠানের বেনাপোল অফিসের প্রতিনিধি বাবু বলেন, সম্পূর্ণ শুল্কমুক্ত এই ১১টি সামরিক যান খালাস করে সেনাবাহিনীর কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন।
বেনাপোল স্থলব বন্দর পরিচালক রেজাউল করিম জানান, আমদানি করা এসব সামরিক যানগুলো বন্দরের হেফাজতে রাখা ছিল। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বুধবার সন্ধ্যা ৬টার দিকে খালাস করে নিয়ে যাওয়ার কথা বলে জানান বন্দর পরিচাল। দ্রুত খালাসে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও খবর

🔝