gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের এইচপি স্কোয়াড ঘোষণা
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৭:৪৬:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৩:৪৯:২৩ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-10_668e9316be22c.JPG

অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিট। সফরে তিন ফরম্যাটেই ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোড ঘোষণা করেছে স্কোয়ার্ড। চারদিনের ম্যাচে মাহমুদুল হাসান জয়, ওয়ানডেতে আফিফ হোসেন ও টি-২০’তে আকবর আলিকে অধিনায়ক করা হয়েছে ।
১৯ জুলাই পাকিস্তান শাহীনসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের এই সফর। দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ২৬ জুলাই থেকে। এরপর নর্দার টেরিটরির বিপক্ষে একটি ও পাকিস্তান শাহীন্সের বিপক্ষে আরও একটি ৫০ ওভারের ম্যাচ খেলবে।
বিগব্যাশের কয়েকটি দলের সঙ্গে পাকিস্তান শাহীনসকে নিয়ে একটি টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে বিসিবি। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ১১ আগস্ট প্রথম টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি। ১২ আগস্ট তাসমানিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ১৪ আগস্ট তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এরপর ১৫ আগস্ট এইচপি দল মাঠে নামবে এসিটি কমেটসের ও শেষ দু’টি ম্যাচে ১৬ ও ১৭ আগস্ট খেলবে পাকিস্তান শাহীন্স ও পার্থ স্কোর্চার্সের বিপক্ষে। ১৯ আগস্ট সিরিজ শেষে দেশে ফিরবেন ক্রিকেটাররা। বাংলাদেশের এইচপি স্কোয়াড।
চার দিনের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়ার্ড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহঅধিনায়ক), আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে স্কোয়ার্ড : তানজিদ হাসান তামিম, জিসান আলম, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী (সহঅধিনায়ক), ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
টি-২০ স্কোয়ার্ড : তানজিদ হাসান তামিম, জিসান আলম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (সহঅধিনায়ক), আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝