gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
যশোর জেলা শ্রমিক লীগের আসন্ন সম্মেলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৪:২৭:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
কাগজ সংবাদ:
GK_2024-07-10_668e6103e6763.jpg

যশোর জেলা শ্রমিক লীগের একটি অংশ হঠাৎ করেই আগামী ১৩ জুলাই সম্মেলন আহবান করেছে। এর প্রতিবাদে ঐ সম্মেলন বন্ধের দাবি জানিয়ে এবং এমন সম্মেলন করা সংগঠন পরিপন্থি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এসময় তাকে জোরালো সমর্থন দিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ সদস্য জবেদ আলী।
বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন ১৩ জুলাই জেলা সম্মেলন হচ্ছে আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু আমার কাছে কোন প্রকার চিঠি আসেনি এবং কেন্দ্রের কোনো নির্দেশনাও আমি পাইনি।
তিনি বলেন, একটা দলের সম্মেলন হতে হলে নির্বাহী কমিটির একটা বা একাধিক বর্ধিত সভা হতে হয়। সেই সভা ডাকার নিয়ম সভাপতি ও সম্পাদকের। অথচ কখন সভা হলো, আর কখন সম্মেলনের দিন-তারিখ ঘোষণা হলো, তা আমরা সভাপতি-সম্পাদকই জানলাম না। ৫ দিনের সময় নিয়ে সম্মেলন হচ্ছে, যা কোনভাবেই সম্ভব না এবং সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্মাক্ষরিত মর্মে প্রকাশিত হয়েছে এই খবরটা পত্রিকার মাধ্যমে জানলাম, অথচ আমিই কোন চিঠি পেলাম না। এই সম্মেলন দেয়ার প্রশ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার সাথে নূন্যতম আলোচনা করেননি। জেলা কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদককে আহবান জানাই, অনতিবিলম্বে ১৩ জুলাইএর সম্মেলন স্থগিত করে নিয়ম অনুযায়ী আগামীতে সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ করা হোক। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো দিন সম্মেলনের তারিখ ঘোষণা করা যেতে পারে।
জেলা শ্রমিক লীগের এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি রাইদুল ইসলাম, মহশীন কবীর, মর্তুজা হোসেন, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, আনিসুর রহমান বিপুল, এইচ এম শাহীন সিদ্দিকী চিরু, প্রচার সম্পাদক চান মিয়া, সহপ্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুসহ বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

🔝