gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ কোটা আন্দোলন:

এবার সড়ক অবরোধ চবি শিক্ষার্থীদের
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০৩:২২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2024-07-10_668e4b75373cc.jpg

কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধের পাশাপাশি এবার আদালতের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে সড়কপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে চট্টগ্রামের টাইগারপাস অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ১৭ কিলোমিটার দূরে দেওয়ান হাটে আসেন শিক্ষার্থীরা। তারপর দেওয়ান হাট রেলপথ অবরোধ করেন। এর পাশাপাশি চট্টগ্রামের ব্যস্ততম সড়ক টাইগারপাস অবরোধ করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা) শিক্ষার্থীরা টাইগারপাস সড়কে অবস্থান করছেন।
এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আজ বুধবার দেওয়ান হাটে রেলপথ অবরোধ করেন তারা। বর্তমান এক দফা দাবি আন্দোলন করছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। দাবিটি হলো- সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝