gramerkagoj
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫ ৩০ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
লক্ষ্মীপুরে অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১২:২৭:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ১২:৪৮:৪৫ পিএম
লক্ষ্মীপুর সংবাদদাতা:
GK_2024-07-10_668e287450923.jpg

লক্ষ্মীপুরের কমলনগরে এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ইমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইমন কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের মো. লিটনের ছেলে।
মঙ্গলবার রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র‌্যাব জানায়, কমলনগরের চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো ইমন। পরে ভিকটিমের বাবা এর প্রতিবাদ করায় ইমন ও সঙ্গীরা গত ৪ জুলাই বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ৭ জুলাই ইমনসহ ছয়জনের বিরুদ্ধে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে অপহরণ মামলার প্রধান আসামি মো. ইমনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কমলনগর থানায় হস্তাস্তর করা হয়েছে।

আরও খবর

🔝