gramerkagoj
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
সাতক্ষীরায় অস্ত্র বহনকারী নারীসহ আটক ২
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১১:৫৮:০০ এএম , আপডেট : শনিবার, ১৯ এপ্রিল , ২০২৫, ০৮:৪২:১৩ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-07-10_668e26695da90.jpg

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের সদস্যরা অস্ত্র বহনকারী নারীসহ দু’জনকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাসপাতাল রোড থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, র‌্যাব সদস্যরা গোপনে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে অস্ত্র নিয়ে কয়েকজন চোরাকারবারী কলারোয়া উপজেলা সদরের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল এলাকায় ওৎ পেতে থাকে। এরপর সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান। আটক করা হয় ওই দু’জনকে। এ ঘটনায় কলোরোয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

আরও খবর

🔝