শিরোনাম |
বৃদ্ধ পিতাকে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগে বিদেশফেরত ছেলে রেজাউল করিমের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ইছাপুর গ্রামের আহসান উল্লাহ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলা গ্রহণ করে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আহসান উল্লাহ ধার দেনা করে ছেলে রেজাউল করিমকে বিদেশে পাঠান। রেজাউল করিম বিদেশে গিয়ে মা-বাবার কোনো খোঁজখবর নেননি এবং একটি টাকাও দেননি। সম্প্রতি তিনি দেশে ফিরে তার পিতাকে জমি লিখে দেয়ার জন্য চাপ দিতে থাকেন। আহসান উল্লাহ অন্য ছেলে-মেয়েদের কথা চিন্তা করে রেজাউলকে জমি লিখে দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম পহেলা জুলাই সকালে গোলযোগের একপর্যায়ে পিতাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। বৃদ্ধ আহসান উল্লাহর চিৎকারে মা রোকেয়া বেগমসহ বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করতে গেলে রেজাউল তাদেরও মারপিট করে আহত করেন। একইসাথে জমি লিখে না দিলে পিতাকে হত্যা করবেন বলে হুমকি দিয়ে চলে যান। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।