gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
ভোরেই আর্জেন্টিনার ফাইনালে পা রাখার লড়াই
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ০৬:৩৪:০০ পিএম , আপডেট : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ০৪:১৭:৪৫ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-09_668d2ecf7c124.JPG

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতিহাস গড়া কানাডা। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটেছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথমবার কোপা খেলতে এসেই সেমিতে উঠেছে কানাডা। যা দলটির জন্য বড় অর্জন। সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। তবে কোয়ার্টার ফাইনালে খুব সহজেই জিততে পারেনি মেসির দল। অন্যদিকে, কোপা আমেরিকায় প্রথমবারই খেলতে এসে চমক দেখিয়েছে কানাডা। সেমিফাইনালের মঞ্চে তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দু’দলের অতীত পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে। দু’বারের দেখায় প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে কানাডা। কাগজে কলমে আর্জেন্টিনার সামনে কানাডা সহজ প্রতিপক্ষ। তবে ফুটবলে ছোট বড় বলে কিছু নেই। ভেনেজুয়েলার মতো দলকে হারিয়ে সেমিতে ওঠাই প্রমাণ করে নিজেদের দিনে কতটা ভয়ঙ্কর হতে পারে নবাগত দলটি। এ লড়াইয়ে কারা জিতবে এটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

 

আরও খবর

🔝