gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মেঘনায় ড্রেজার ডুবির পর দু’জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ০২:৫৪:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-09_668cfb0879e2d.webp

ভোলার মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে তিন দিন পর দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলেন, নুরে আলম ও মো. সিয়াম। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টার ড্রেজারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে বিআইডব্লিউটিএ ডুবুরি দল।
ভোলার নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বাড়ুয়া বলেন, মঙ্গলবার সকালে নিখোঁজ শ্রমিকদের স্বজন, ডুবুরি ও বিআইডব্লিউটি’র ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুর ও সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নদীর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, সোমবার সকাল ও বিকেলে দুই দফায় কোস্ট-গার্ড ও ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালায়। এ সময় তারা ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পায়। কিন্তু স্রোতের কারণে ড্রেজারের ভেতরে যাওয়া সম্ভব হয়নি। পরে অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে আবারও অভিযান পরিচালনার কথা ছিল। এর মাঝেই সকালে ডুবুরিরা দু’জনের মরদেহ উদ্ধার করেন।
গত শনিবার রাতে মেঘনার ৩ নম্বর বালু মহাল এলাকায় অন্য জাহাজের ধাক্কায় ৫ শ্রমিকসহ ড্রেজারটি ডুবে যায়। এরপর নিখোঁজদের সন্ধানে কোস্ট-গার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটি’র ডুবুরি ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝