gramerkagoj
বুধবার ● ১২ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
সাফ জয়ী আরো এক নারী ফুটবলারের করুণ মৃত্যু
প্রকাশ : সোমবার, ৮ জুলাই , ২০২৪, ০৮:০৯:০০ পিএম , আপডেট : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ১০:১২:৪৮ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-08_668bf6600f35f.JPG

সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান চলতি বছরের ১৪ মার্চ। এবার মারা গেলেন আরো এক নারী ফুটবলার মিথিলা আক্তার। তার বয়স মাত্র ২৩ বছর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলে খেলেছেন এই নারী ফুটবলার।
সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ নারী ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানায়, মিথিলা দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কিন্তু অর্থকষ্টে তিনি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। রোববার (৭ জুলাই) মারা যান এ কৃতি নারী ফুটবলার।
মিথিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। তারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও খবর

🔝