gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শিবপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, গাড়ি ভাঙচুর
প্রকাশ : সোমবার, ৮ জুলাই , ২০২৪, ০৪:০২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
নরসিংদী সংবাদদাতা:
GK_2024-07-08_668bb8989b4aa.jpg

নরসিংদী শিবপুরে বাসের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম মেহেদী হাসান (২০)। এ ঘটনায় ঘাতক রুপসী বাংলা বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুরসহ ২ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখা হয়।
সোমবার (৮ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতান্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজছাত্র। এই ঘটনার পর ঘাতক রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী রুপসী বাংলা নামে একটি বাস দ্রুতগতিতে চৈতন্য সড়কে প্রবেশ করে। তখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মেহেদী। মুহূর্তের মধ্যে বাসটি তাকে চাপা দিলে মেহেদীর শরীর দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে ছেলেটি নিহত হন।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গেছে। বাসের চালক তাৎক্ষণিক পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝