gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৬ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জয়াসুরিয়া শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচ
প্রকাশ : রবিবার, ৭ জুলাই , ২০২৪, ০৬:২৯:০০ পিএম , আপডেট : রবিবার, ১ ডিসেম্বর , ২০২৪, ০৩:০৬:৪৮ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-07_668a8c694e4dd.JPG

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। এরপর থেকেই লঙ্কানদের প্রধান কোচের চেয়ার ফাঁকা। আসন্ন ভারত ও ইংল্যান্ড সফরে সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়াকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড।
টি-২০ বিশ্বকাপে দলের পরামর্শকের দায়িত্বে ছিলেন জয়াসুরিয়া। এর আগে শ্রীলঙ্কার হাইপারফরম্যান্স দলের সাথে কাজ করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাফল্য পেলে হয়তো তাকে পূর্ণ মেয়াদে নিয়োগ দেবে লঙ্কান বোর্ড।
কোচ হিসেবে জয়াসুরিয়ার কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম। এর আগে সিনিয়র দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। অবশ্য ক্রিকেটীয় ক্যারিয়ারে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে লঙ্কানদের হয়ে করেছেন ২১ হাজারেরও বেশি রান, বল হাতে শিকার করেছেন ৪৪০ উইকেট।
ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে জয়াসুরিয়ার নতুন দায়িত্ব।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝