gramerkagoj
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ
প্রকাশ : সোমবার, ৮ জুলাই , ২০২৪, ০৭:৩২:০০ এএম
:
GK_2024-07-07_668a77df98096.jpg

পাহাড়ি ঢল এবং দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে চলমান বন্যায় দেশের ১৫ জেলা আক্রান্ত এবং প্রায় ২০ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। শনিবার সচিবালয়ে সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার জেলা বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মহিবুবর রহমান আরও জানান, বন্যা আক্রান্ত ১৫ জেলায় এ পর্যন্ত নগদ তিন কোটি ১০ লাখ টাকা, ৮ হাজার ৭০০ টন ত্রাণের চাল, ৫৮ হাজার ৫০০ বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার, শিশু খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা এবং গো-খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিনই বন্যা বিস্তৃতি লাভ করছে বলেও জানিয়েছেন তিনি। পুরো ১৫ জেলায় মানুষ পানিবন্দী নয়। কোনো কোনো জেলা আংশিকভাবে বন্যা কবলিত। এখন পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩৬ হাজার ২২৩ জন আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। কেউ মারা যায়নি। এর মধ্যেই পানিবন্দী মানুষ রয়েছেন। প্রতিদিনই মানুষ অন্তর্ভুক্ত হচ্ছে।
বন্যা আক্রান্ত অঞ্চল নিয়ে সরকার কাজ করছে ঠিকই। প্রতিমন্ত্রীর বর্ণনাও আমরা সঠিক বলে মনে করছি। কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে আমরা বন্যার ভয়াবহতার যে চিত্র দেখতে পাই, সেখানে হাজারো মানুষের হাহাকার ফুটে ওঠে। প্রতিদিন এসব মানুষের হাহাকার দেশবাসীকে কতোটা স্পর্শ করে তা বলতে না পারলেও, এটুকু বলা যায়, সেখানে সরকারি ত্রাণ হিসেবে যতটুকু সহায়তা পৌঁছাচ্ছে, তা খুবই অপ্রতুল। আর বেসরকারি সহায়তা এবার নেই বললেই চলে। একটা বেসরকারি টিভি চ্যানেলে একজন দুর্গত মানুষ এমনও বলেছেন, গতবছর বেশ কিছু বেসরকারি সংগঠন ত্রাণের বহর নিয়ে তাদের কাছে পৌঁছেছিলো। তাদের কেউ কেউ এমনও বলেছিলো, রাস্তায় গান শুনিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পয়সা তুলে তাদেরকে সাহায্য দিতে এসেছেন। তাদের কাউকেই এবার আর দেখছি না। এমন বক্তব্য আরও অনেকের। এবছর বানভাসী ২০ লাখ মানুষের কাছে কোনো বেসরকারি ত্রাণ কেনো যাচ্ছে না সেটি নিয়ে ভাবা দরকার। মানুষের ভেতর থেকে মানবতাবোধ কি একবারে হারিয়ে যাচ্ছে?

আরও খবর

🔝