gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফরিদপুর চিনিকলে আখচাষীদের ভুর্তকী প্রদান
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুলাই , ২০২৪, ০৫:২৭:০০ পিএম
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ::
GK_2024-07-04_66868192427a4.jpg

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলরে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ৭টি সাবজোনের রোপা পদ্ধতিতে( এস.টি.পি) আখচাষীদের মাঝে ভুর্তকীর নগদ টাকা প্রদান কর্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এর কার্যালয়ে বিকাশ এর মাধ্যমে চাষীদের মেবাইলে টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো.সাইফুল্লাহ।এসময় মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান,মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, ব্যবস্থাপক(পরিঃপ্রকৌ) একেএ কামরুল হাসান,ব্যবস্থাপক(সম্প্রসারণ) প্রবীর মল্লিক,ব্যবস্থাপক(সিপি) মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক (বীঃপ) কানিজফাতেমা রোখসনা,সহব্যবস্থাপক(সম্প্র)কৃষœ কুমার সরকার, সহঃব্যবস্থাপক (হিসাব)মো. সাইরুল ইসলাম,উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা(এসএসিডিও) মো. মেহেদী হাসান, মো. মাসুদুর রহমান, বিশ^জিৎ ভৌমিক।
মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, কৃষি ভুর্তকীর আওতায় রোপন মৌসুমের ৩ হাজার ১শত ১৫ জন রোপা পদ্ধতিতে( এস.টি.পি) চাষীকে মোট ৬৫ লক্ষ ৩৬ হাজার ২শত টাকা প্রদান করা হবে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি বছর মাঠে যে আখ রোপন করা হয়েছে সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ,প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সে সকল কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। আখচাষীদের সার্বিক সহযোগিতায় আশা করি এর ফল ইতিবাচক হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝