gramerkagoj
শনিবার ● ৬ জুলাই ২০২৪ ২২ আষাঢ় ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরা সীমান্তে ৮২ লাখ টাকার সোনারবার উদ্ধার
প্রকাশ : বুধবার, ৩ জুলাই , ২০২৪, ১০:২২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-03_66857b56072fb.JPG

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী কাথন্ডা গ্রাম থেকে ৮২০ গ্রাম ওজনের সাত পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৩ জুলাই) বৈকারী সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৫১ হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কাথন্ডা থেকে এ সোনারবার উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বিজিবির সূত্র জানায়, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কর্মকর্তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, বুধবার বিজিবি বৈকারী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৫১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাথন্ডা এলাকা দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েব সুবেদার শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান করে। পরবর্তীতে দুপুরের দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন কাথন্ডা পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল আসা এক ব্যক্তিকে চোরাকারবারী সন্দেহে ধাওয়া করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময়ে আভিযানিক দল ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য হতে সাত পিস সোনারবার উদ্ধার করে।
উদ্ধারকৃত সোনার ওজন ৮২০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮২ লাখ ৪৫ হাজার টাকা। এ সময় চোরাকারির ব্যবহারকৃত একটি পুরাতন মোটরসাইকেল (যার মূল্য ৮০ হাজার টাকা) জব্দ করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরপূর্বক সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

🔝