gramerkagoj
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪ ২০ আষাঢ় ১৪৩১
gramerkagoj
চলতি মাসে ভারী বৃষ্টির কারণে বন্যার শঙ্কা রয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ১২:২২:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ০৫:১০:৩২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-02_66839ca08b01c.jpg

চলতি জুলাই মাসে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ মাসে একটি নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে একটি থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল দীর্ঘমেয়াদি আবহাওয়ার এ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ঢাকা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে সরাসরি এবং ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন মাসের আবহাওয়া পর্যালোচনা করা হয়।
পর্যালোচনায় দেখা গেছে, জুন মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।
জুলাই মাসের পূর্বাবাসে বলা হয়, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এছাড়া বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি মৌসুা নিম্নচাপে পরিণত হতে পারে।
দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩-৪ দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে, এছাড়াও সারাদেশে ৫-৬ দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে।
এ মাসে ১-২টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরও খবর

🔝