gramerkagoj
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪ ১৯ আষাঢ় ১৪৩১
gramerkagoj
আইটি পার্কের পুকুর থেকে অবৈধভাবে মাটি বিক্রির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
প্রকাশ : সোমবার, ১ জুলাই , ২০২৪, ১০:১০:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ০৫:১০:৩২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-01_6682d55943448.jpg

অবশেষে মধ্যরাতে আইটি পার্কের পুকুর থেকে মাটি বিক্রির প্রমাণ পেয়েছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। গ্রামের কাগজের অনুসন্ধানে সংবাদ প্রকাশের পরই বিষয়টি তারা নজরে আনে। এ বিষয়ে ঢাকার একটি টিম যশোরে এসে তদন্ত করে। তদন্তে ঘটনার প্রমাণ মিলেছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির এ ঘটনার তদন্তপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার ওবাইদুর হোসেন।
সম্প্রতি যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলোজি পার্কের (আইটি পার্ক) পুকুর খননের নামে গাড়ি গাড়ি মাটি বিক্রি শুরু করে একটি চক্র। হাইটেক পার্ক অথরিটির কাছ থেকে একটি পুকুর লিজ নিয়ে টেকসিটি নামের একটি প্রতিষ্ঠান গাড়ি গাড়ি মাটি বিক্রি করছিল। যা তারা রাতের আধারে শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। এর নেপথ্যে ছিল টেকসিটির কর্মকর্তা শহিদুল ইসলাম ও আরও কয়েকজন বহিরাগত। এসব বিষয়ে অনুসন্ধানে নামলে সত্যতা পাওয়া যায়। এনিয়ে গত ২৪ এপ্রিল ‘গভীর রাতে আইটি পার্ক থেকে গাড়ি গাড়ি মাটি বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। একইসাথে গ্রামের কাগজের ডিজিটাল প্লাটফর্মেও এ নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। এরপর টনক নড়ে কর্র্তৃপক্ষের। বন্ধ হয়ে যায় মাটি বিক্রি। অন্যদিকে, ঢাকা থেকে একটি টিম আসে যশোরে। ওই টিম বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়। এসময় তারা মাটি বিক্রির প্রমাণ পায়।
ইঞ্জিনিয়ার ওবাইদুর হোসেন জানান, তারা যশোরে পরিদর্শন করেছেন। একইসাথে বিভিন্ন এলাকায় খোঁজ খবরও নিয়েছেন। সেখানে প্রাথমিকভাবে একশ’ পাঁচ ট্রলি মাটি বিক্রির তথ্য উঠে এসেছে।
তিনি আরও জানান, টেকসিটির কর্মকর্তা শহিদুল ইসলাম এ ঘটনার সাথে জড়িত ছিলেন। আরও কয়েকজন ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন বলেও গ্রামের কাগজকে বলেছেন। ওই মাটি বিক্রির টাকা বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির অনুকুলে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে একটি পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা অগ্রীম নিয়েছেন টেকসিটি নামের ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। এরই মাঝে মাটি বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।

আরও খবর

🔝