gramerkagoj
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪ ১৯ আষাঢ় ১৪৩১
gramerkagoj
দুর্নীতির দায়ে ইউসিবিএল ব্যাংক ম্যানেজারসহ দুজনের সাজা
প্রকাশ : সোমবার, ১ জুলাই , ২০২৪, ১০:০৯:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ০৫:১০:৩২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-01_6682d50169daa.png

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার টাকা আত্মসাতের দায়ে সাবেক ব্যবস্থাপক শেখ আক্তার-উল-হাবীবসহ দুইজনকে সাত বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।
সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন নওয়াপাড়া বাজারের মেসার্স রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ব্যবসায়ী শাহাবুদ্দিন সম্রাট।
মামলা সূত্রে জানা যায়, আসামি শেখ আক্তার-উল-হাবীব ২০০৬ সালের ২৩ আগস্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি সেখানে কর্মরত থাকাকালীন তৎকালীন ক্রেডিট অ্যাডভান্স অফিসার এ জে এম মোসলেহ উদ্দিনের সহায়তায় নওয়াপাড়া বাজারের রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিন সম্রাটকে ৯০ লাখ টাকার সিসি লোন প্রদান করেন। এছাড়া, অনৈতিকতার আশ্রয় নিয়ে সার বিক্রি এবং ওই সার ব্যবসায়ীর সাথে যোগসাজসে বিভিন্ন সময় মোট ৬৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন। দুদক এ বিষয়টি অনুসন্ধানকালে ২০০৯ সালের ১৮ জুলাই মারা যান ব্যাংক কর্মকর্তা এ জেড এম মোসলেহ উদ্দিন। এর প্রেক্ষিতে দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক জাহিদ হোসেন ২০১২ সালের ৩০ মে শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন সম্রাটকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে উল্লিখিত দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
ওই মামলায় আসামি শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন সম্রাটের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।

 

আরও খবর

🔝