gramerkagoj
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪ ১৯ আষাঢ় ১৪৩১
gramerkagoj
সেনাসদস্যের বাড়ি থেকে সোনার গহনা চুরির ঘটনায় মামলা
প্রকাশ : সোমবার, ১ জুলাই , ২০২৪, ০৯:৫৬:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ০৫:১০:৩২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-01_6682d40a6cc56.jpg

যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামে জাকির হোসেন নামে একজন সেনাসদস্যের বাড়ি থেকে সাড়ে আট ভরি ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। জাকির হোসেনের স্ত্রী আসমা খাতুন এ মামলা করেছেন।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার স্বামী বগুড়া সেনানিবাসে কর্মরত। তিনি তিন সন্তান ও শাশুড়ি নিয়ে বাউলিয়া গ্রামে বসবাস করেন। তার বাড়িতে আনোয়ারা বেগম নামে একজন নারী কাজকর্ম করেন। তিনি প্রত্যেকদিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কাজ করে চলে যান। গত ২৩ জুন দুপুরে তিনি তার মেয়ে জেরিন (১৪) এবং শাশুড়িকে বাড়িতে রেখে শহরের বারান্দি মোল্লাপাড়া পিতার বাড়িতে যান ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে। সেখানে রাতে থেকে ২৪ জুন সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে ফেরেন। পরে দেখেন তার ঘরের বঙ্খাটের ড্রয়ারে থাকা বিভিন্ন ধরনের সোনার গহনা নেই। ওই গহনার পরিমাণ ৮ ভরি ১১ আনা। বর্তমানে ওই গহনার মূল্য ৯ লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা।
বাদীর ধারণা বাড়িতে তিনি না থাকার সুযোগে অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে ওই গহনা চুরি করে নিয়ে গেছে।

 

আরও খবর

🔝