gramerkagoj
বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪ ১৯ আষাঢ় ১৪৩১
gramerkagoj
সর্বাত্মক কর্মবিরতিতে অচল যবিপ্রবি
প্রকাশ : সোমবার, ১ জুলাই , ২০২৪, ০৯:৫৪:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ০৫:১০:৩২ পিএম
যবিপ্রবি প্রতিনিধি:
GK_2024-07-01_6682d153c5a41.jpg

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কর্মসূচি চলাকালে কার্যত অচল হয়ে পড়ে বিশ^বিদ্যালয়টি। এদিন বিশ^বিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রমসহ সবকিছুই বন্ধ ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে শিক্ষকেরা জানিয়েছেন।
কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষকেরা সোমবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ভবনের নিচতলায় অবস্থান নেন। এসময় তারা বক্তৃতার মাধ্যমে দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন।
কর্মবিরতি চলাকালে সোমবার যবিপ্রবিতে কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সে কারণে অনাবাসিক শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে দেখা যায়। এসময় বিশ^বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ ছিল। সবমিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।
এদিকে, শিক্ষক সমিতির পাশাপাশি কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী সমিতিও পেনশন প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে বাদ দেওয়ার দাবিতে পৃথকভাবে কর্মবিরতি পালন করেছে।

 

 

আরও খবর

🔝