gramerkagoj
বুধবার ● ৩ জুলাই ২০২৪ ১৯ আষাঢ় ১৪৩১
gramerkagoj
বেপরোয়া গতির বাসটি ছিটকে পড়লো খাদে
প্রকাশ : রবিবার, ৩০ জুন , ২০২৪, ১০:১৪:০০ পিএম
বাঘারপাড়া (যশোর) অফিস:
GK_2024-06-30_668184955d763.jpg

যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ওই যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রো-ক- ১৫৮৩৮৩ নম্বরের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এসময় যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৪০ জন যাত্রীই কম বেশি আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজে অংশগ্রহণ করেন। আহতদের কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে অনেকেই অভিযোগ করেন বেপরোয়া গতিতে চলার কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

আরও খবর

🔝