gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আয়রন ব্রিজটির চরম জীর্ণদশা, ধসে পড়ার শঙ্কা
প্রকাশ : রবিবার, ৩০ জুন , ২০২৪, ০৪:৪৭:০০ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা:
GK_2024-06-30_6681311147af7.jpg

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা থেকে কলেজবাজারগামী সড়কের কোডেক অফিস সংলগ্ন কাটাভাড়ানির খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটির চরম জীর্ণদশা।
প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ হাজারো সাধারণ মানুষ অটোসহ বিভিন্ন ধরনের যানবাহন এই ব্রিজটি পার হয়ে চলাচল করছে। অন্তত ২০ বছর আগে নির্মিত আয়রন ব্রিজটির মাঝের অংশের ঢালাই ভেঙ্গে রড বেড় হয়ে গেছে। দুই দিকের সংযোগ সড়কে খানাখন্দ। এভাবে বছরের পর বছর চরম ঝুঁকি নিয়ে এই ব্রিজটি ব্যবহার করছে মানুষ। ফলে যে কোন সময় বিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
স্থানীয় জানান, অনেক আগেই এ ব্রিজটির ঢালাই মাঝখান থেকে ভেঙ্গে গেছে। স্থানীয় ভাবে কিছুটা সংস্কার করা হয়েছে। বর্তমানে খুব খারাপ অবস্থা। তারপরও কোন উপায় না থাকায় ৫-৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও প্রতিদিন হাজারো সাধারণ মানুষ অটোসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে চলাচল করছে। ব্রিজটির নিচের আয়রন স্ট্রাকচারে জং ধরে গেছে। শীঘ্রই সংস্কার করা প্রয়োজন। একাধিক অটোচালক জানান, তারা যাত্রীদের কারণে এই ব্রিজটি ঝুঁকি থাকলেও ব্যবহার করছেন।
কলাপাড়া এলজিইডির প্রকৌশলী মোঃ আবুল হোসেন জানান, ওই স্পটে একটি আরসিসি ব্রিজ করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝