gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৮ আষাঢ় ১৪৩১
gramerkagoj
এমপি আনার হত্যায় গ্রেপ্তারকৃতদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু
প্রকাশ : রবিবার, ৩০ জুন , ২০২৪, ০১:৩৫:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ১১:৫৫:৫৭ এ এম
ঢাকা অফিস:
GK_2024-06-30_66810f42ac82f.JPG

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। শনিবার এ ঘটনার তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একজন কর্মকর্তা বলেন, আনার হত্যাকায় ভারতের কলকাতা সিআইডিও তদন্ত করছে। এ হত্যাকাণ্ডে দুই দেশে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে দেশে সাতজন ও ভারতে দু’জন রয়েছে। তদন্তের প্রয়োজনে দেশে গ্রেপ্তারকৃত আসামিদের ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদ করবে। এ হত্যা মামলা তদন্তে আরো সময় লাগতে পারে জানিয়ে শনিবার ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, আনার হত্যায় পরোক্ষভাবে জড়িত আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিবি বলছে, আনার হত্যায় অংশ নেয়া খুনিচক্রের মধ্যে টাকা নিয়ে বিরোধ হয়। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া যায়। তাদের ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
ফয়সাল ও মোস্তাফিজকে রিমান্ডে নিয়ে হত্যার সম্ভাব্য সব মোটিভ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, এমপি আনারকে টাকা-পয়সা লেনদেনের কথা বলে সঞ্জীবা গার্ডেনে নিয়ে যান শাহীন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছিল তা এখনো জানা যায়নি। আর এইহত্যাকাণ্ডে কারা লাভবান হয়েছে তাও জানা যায়নি। বিশেষ করে এই হত্যাকাণ্ডে কারা আর্থিক, রাজনৈতিকভাবে লাভবান হয়েছে সেটা বের করতে তদন্ত চলছে। একইসাথে হত্যার মোটিভ ও খুনীচক্রের সদস্যরা দুই দেশেই আটক হয়েছে।

আরও খবর

🔝