gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৮ আষাঢ় ১৪৩১
gramerkagoj
রুদ্ধশ্বাস ম্যাচে ট্রফি ভারতের ঘরে
প্রকাশ : রবিবার, ৩০ জুন , ২০২৪, ১২:১০:০০ এ এম , আপডেট : সোমবার, ১ জুলাই , ২০২৪, ০১:১৩:৩০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-30_66804e38cfe59.jpg

টি-২০ বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে ভারত জয় পেয়ে ট্রফি ঘরে তুলেছে। শনিবার বার্বাডোসের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের হারিয়েছে সাত রানে। আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান করেন ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে শুরুতেই ভাল করে ভারত। ব্যাট করতে নামে দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভারেই টানা তিনটি চার হাঁকান বিরাট। এর পরেই সাময়িক ছন্দপতন। ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের জোড়া আঘাতে পরপর দু’টি উইকেট হারায় রোহিতের দল।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ২৩ ও ব্যক্তিগত নয় রানে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। স্কোর বোর্ডে আর রান যোগ না হতেই ওভারের শেষ বলে কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন পন্ত। পঞ্চম ওভারের তৃতীয় বলে ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান সুরিয়াকুমার যাদব।
ভারতের দায়িত্ব নেন বিরাট কোহলি ও আক্সার প্যাটেল। দু’জনে মিলে ৭২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৭ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান আক্সার প্যাটেল। ক্রিজে আসেন শিভব দুবে। তাকে সঙ্গে নিয়ে নতুন জুটি গড়েন বিরাট। এই দু’জন মিলে যোগ করেন আরও ৫৭ রান।
ইনিংসের ১৯ তম ওভারের পঞ্চম বলে আউট হন বিরাট। জানসেনের বলে রাবাদার তালুবন্দি হবার আগে করেন ৭৬ রানের ইনিংস। তিনি ছয়টি চার ও দু’টি ছক্কা মারেন। দুবে করেন মাত্র ১৬ বল ২৭ রান। হার্দিক পান্ডিয়াও অপরাজিত থাকেন পাঁচ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে দু’টি করে উইকেট তুলে নেন কেশব মহারাজ ও নরখিয়া। একটি করে উইকেট নেন জানসেন ও রাবাদা
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে ১২ রানের ভেতরই দু’টি উইকেট হারিয়ে ফেলে। ছয় ওভার শেষে ৪২ রান করে তারা। চাপ কাটিয়ে উঠতে তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন ট্রিস্টান স্টাবস ও ডি কক। স্টাবস ছিলেন ভালোই ছন্দে। কিন্তু নবম ওভারে অক্ষর প্যাটেল সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন নিজের। বোল্ড হয়ে ২১ বলে ৩ চার ও একটি ছক্কায় ৩১ রানে ফিরেন ডানহাতি এই ব্যাটার।
এরপর বিদায় নেন ডি ককও। অর্শদীপ সিংকে ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে কুলদীপ যাদবের হাতে ধরা পড়েন তিনি। এর আগের বলে অবশ্য ছক্কা মেরেছিলেন ৩১ বলে ৩৯ রান করা এই ওপেনার।
সেট ব্যাটার আউট হওয়ায় প্রোটিয়ারা কিছুটা চাপে পড়বে বলে মনে হচ্ছিল। কিন্তু তা হতে দেননি ক্লাসেন। অক্ষর প্যাটেলের করা ১৫তম ওভারে আসে ২৪ রান। যেখানে দুটি করে ছক্কা ও চার মারেন ক্লাসেন। পাঁচ ছক্কায় ফিফটি স্পর্শ করেন ২৩ বলে।

 

আরও খবর

🔝