gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৮ আষাঢ় ১৪৩১
gramerkagoj

❒ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা, আটক ২

পল্লী বিদ্যুতের এক পরিদর্শকসহ দুই জনকে পিটিয়ে জখম
প্রকাশ : শনিবার, ২৯ জুন , ২০২৪, ১১:৪১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-06-29_668048023dcbb.JPG

যশোরের মানিকদিহিতে বকেয়া বিল আদায় করতে যাওয়া পল্লী বিদ্যুতের পরিদর্শক ফকরুল ইসলামসহ দুইজনকে জখম করা হয়েছে। এঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ যশোরের এজিএম (প্রশাসন) নাবিব আহমেদ সাঈদ থানায় এই এজাহার দিয়েছেন। পুলিশ দুইজনকে আটক করেছে। তবে আটকরা জানিয়েছেন তারা কিছুই জানেননা।
থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, মানিকদিহির আতিয়ার রহমানের ছেলে আসলাম হোসেনের (৩৮) কাছে বকেয়া দুই হাজার দুইশ’ টাকা পায় পল্লী বিদ্যুৎ। এই টাকা চাইলে দিনের পর দিন তালবাহানা শুরু করেন তিনি। এঘটনায় অফিস থেকে সংযোগ বিছিন্ন করান হুমকি দেয়। এরপরও কর্ণপাত না করায় ২৯ জুন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়ারিং পরিদর্শক ফকরুল ইসলাম গ্রাহক আসলাম হোসেনের বাড়িতে যান। সমিতির লাইন শ্রমিক আজিম ফকির, ইলেক্ট্রেশিয়ান ইমরান হোসেন (২৭), আসাদ আফসারী (৩২) তার সাথে ছিলেন।
পরিদর্শক ফকরুল ইসলাম গ্রাহক আসলামের কাছে মে ও জুন মাসের বকেয়া বিদ্যুৎ বিল চাইলে তাদের উপর রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আসলাম। একপর্যায়ে আসলামের নেতৃত্বে একই গ্রামের ইকরামুল গাজী (৩৬), এনামুল গাজী (৩৪) ও আসাদ আলী পরিদর্শক ফকরুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করেন। হামলায় ফকরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় অভিযুক্তরা অফিস সহকর্মী আজিম ইমরান এবং আসাদকেও খুন করার হুমকি দেন।
সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারিকে মারপিট করায় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে লিখিত এজাহার দিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন এজিএম প্রশাসন নাবিব আহমেদ সাঈদ। ভুক্তভোগী পরিদর্শক ফকরুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আটক দাবি করেছেন।
এদিকে থানা সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
তবে ইনামুল ও আসাদ জানিয়েছেন, ঘটনার ব্যাপারে তারা কিছুই জানেন না। তারা ভাত খাচ্ছিলেন। সে অবস্থায় তাদের ধরে আনা হয়েছে থানায়। তারা নির্দোষ।

আরও খবর

🔝