gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৭ আষাঢ় ১৪৩১
gramerkagoj
ট্রফি ঘরে তুলতে দক্ষিণ আফ্রিকার দরকার ১৭৭ রান
প্রকাশ : শনিবার, ২৯ জুন , ২০২৪, ১০:২৮:০০ পিএম , আপডেট : সোমবার, ১ জুলাই , ২০২৪, ০১:১৩:৩০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-29_6680365563433.jpg

টি-২০ বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে ভারত। কোহলির ৭৬ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৪৭ রান আসে আক্সার প্যাটেলের ব্যাট থেকে। শনিবার বার্বাডোসের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হয় তারা।
টস জিতে শুরুতেই ভাল করে ভারত। ব্যাট করতে নামে দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথম ওভারেই টানা তিনটি চার হাঁকান বিরাট। এর পরেই সাময়িক ছন্দপতন। ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের জোড়া আঘাতে পরপর দু’টি উইকেট হারায় রোহিতের দল।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ২৩ ও ব্যক্তিগত নয় রানে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। স্কোর বোর্ডে আর রান যোগ না হতেই ওভারের শেষ বলে কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন পন্ত। পঞ্চম ওভারের তৃতীয় বলে ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান সুরিয়াকুমার যাদব।
ভারতের দায়িত্ব নেন বিরাট কোহলি ও আক্সার প্যাটেল। দু’জনে মিলে ৭২ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৭ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান আক্সার প্যাটেল। ক্রিজে আসেন শিভব দুবে। তাকে সঙ্গে নিয়ে নতুন জুটি গড়েন বিরাট। এই দু’জন মিলে যোগ করেন আরও ৫৭ রান।
ইনিংসের ১৯ তম ওভারের পঞ্চম বলে আউট হন বিরাট। জানসেনের বলে রাবাদার তালুবন্দি হবার আগে করেন ৭৬ রানের ইনিংস। তিনি ছয়টি চার ও দু’টি ছক্কা মারেন। দুবে করেন মাত্র ১৬ বল ২৭ রান। হার্দিক পান্ডিয়াও অপরাজিত থাকেন পাঁচ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে দু’টি করে উইকেট তুলে নেন কেশব মহারাজ ও নরখিয়া। একটি করে উইকেট নেন জানসেন ও রাবাদা

আরও খবর

🔝