gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৭ আষাঢ় ১৪৩১
gramerkagoj
স্বামীর গাছি দার কোপে আহত গৃহবধূর মৃত্যু
প্রকাশ : শনিবার, ২৯ জুন , ২০২৪, ০৮:০৭:০০ পিএম
আব্দুল্লাহ আল মামুন সোহান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
GK_2024-06-29_66801687ecbf3.jpg

যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর গাছি দার কোপে গুরুত্বর আহত গৃহবধূ পারভিনা বেগম (৪৫) মারা গেছেন।

শুক্রবার (২৮জুন) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরআগে গত বুধবার (২৬ জুন) রাতে পারভিনা বেগমের তাঁর স্বামী উজির আলী তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন।

নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজ শনিবার (২৯ জুন) গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, স্ত্রীকে কুপিয়ে আহত করার কয়েক ঘন্টা পর স্বামী উজির আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। তিনি রশি দিয়ে সজনে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
এসআই আব্দুল হান্নান জানান, স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় বুধবার দিবাগত রাত ২টার দিকে উজির আলীর বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন আহত গৃহবধূর ভাই আসাদ গাজী। এরপরপরই উজির আলীকে ধরতে আমরা অভিযানে নামি। কিন্তু পলাতক থাকায় তাঁকে ধরা যায়নি। পরের দিন সকালে উজির গাজীর ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার পর নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
প্রসঙ্গত, তিন স্ত্রী বর্তমান থাকার পরও নেহালপুরের বালিদা গ্রামের ভ্যান চালক উজির আলী একই গ্রামের দেন আলী গাজীর মেয়ে পারভিনাকে বিয়ে করে স্থানীয় ঝাউতলা নামক এলাকায় নয় মাস আগে একটি ভাড়া বাড়িতে ওঠেন। সেখানে কলহের জেরে গত বুধবার রাতে তিনি গাছি দা দিয়ে স্ত্রী পারভিনাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে পারভিনা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে মনিরামপুর হাসপাতালে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

আরও খবর

🔝