gramerkagoj
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪ ১৭ আষাঢ় ১৪৩১
gramerkagoj
মাঠে থাকতে পারবেন না আর্জেন্টিনার কোচ
প্রকাশ : শনিবার, ২৯ জুন , ২০২৪, ০৭:৪২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-29_66801177ded3e.JPG

কোপা আমেরিকার প্রথম পর্বের টানা দু’ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার বাংলাদেশ সময় সকাল ছয়টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে মেসিরা। তবে ডাগ আউটে দেখা যাবে না কোচ স্কালোনিকে।
এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন স্কালোনি। চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কনমেবল মনে করে, কোপা আমেরিকার নিয়মে ১০৪ ও ১৪৫ নম্বর ধারা ভেঙেছেন স্কালোনি। এ দু’টি ধারায় বলা হয়েছে, বিরতির পর খেলা শুরু করতে নির্দিষ্ট সময়ের মধ্যে দু’টি দলকে মাঠে থাকতে হবে। স্কালোনিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনা দলকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। তাই ডাগআউটে স্কালোনির জায়গায় কোচের ভূমিকায় পাবলো আইমার অথবা রবার্তো আয়ালাকে দেখা যেতে পারে।
অতীতের পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যায় পেরু থেকে অনেক এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত মাঠের লড়াইয়ে মোট ৫৭ বার মুখোমুখি হয়েছে দু’দল। সেখানে তিন বারের চ্যাম্পিয়নদের ৩৬ জয়ের বিপরীতে পেরুর জয় সাতটি। বাকি ১৪টি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। সেই সঙ্গে ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে মোট ১৬টি ম্যাচ খেলেও একটিতে জয় পায়নি কোপা আমেরিকার প্রথম আসরের চ্যাম্পিয়ন পেরু। এছাড়াও এই টুর্নামেন্টে ২০১৯ সালে ফাইনাল খেলে দলটি। যদিও ব্রাজিলের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় পেরুর।

আরও খবর

🔝