gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নদীতে ধরা পড়লো দুটি পাখি মাছ
প্রকাশ : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ০৮:৪৩:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-28_667ecc9bc0fe5.JPG

মেঘনা নদীতে এবার জেলের জালে ধরা পড়েছে দুটি পাখি মাছ। এ মাছ সাধারণত নদীতে দেখা পাওয়া যায় না। মাছগুলো দেখতে আড়তে ভিড় জমায় স্থানীয়রা। পরে ডাকের মাধ্যমে মাছ দুটি ৫ হাজার ১শ’ টাকায় বিক্রি করা হয়। শুক্রবার (২৮ জুন) চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছ দুটি বিক্রি করা হয়। ওই সময়
জেলেদের সাথে কথা বলে জানা যায়, নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে এদিন সকালে মনির মাঝি মাছ ধরতে গেলে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ পান। শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। এর আগে একইদিন সকালে ১ হাজার ২শ’ টাকায় ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ বিক্রি করা হয়। দুটি মাছ নিলামে কিনে নেন এনায়েত বেপারী। ২০ কেজি ওজনের মাছটি নরম হয়ে যাওয়ায় কম দামে বিক্রি করা হয়েছে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, এটি একটি সামুদ্রিক মাছ। এ অঞ্চলে এই মাছ পাখি মাছ হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। তবে মেঘনা নদী থেকে দুটি পাখি মাছ পাওয়ার বিষয়টি আমার জানা নেই।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝