gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জেলে সবুজের জালে ২০ কেজির পাখি মাছ
প্রকাশ : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ১২:০৯:০০ পিএম
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
GK_2024-06-28_667e53b9f0776.jpg

হাতিয়ার মেঘনা নদীতে জেলে সবুজের জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের পাখি মাছ। এই মাছটি ১২০০ টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।
শুক্রবার (২৮ জুন) সকালে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে জেলে সবুজ মাছটি বিক্রি করে।
এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং গভীর সমুদ্রে এ মাছ অনেক বেশি পরিমাণে দেখা যায়।
জেলে সবুজ বলেন, গত ২ দিন আগে আমার জালে মাছটি ধরা পড়ে। তবে নরম হয়ে যাওয়ার কারনে দাম কম পেয়েছি। এই ২০ কেজির মাছটি কম করে হলেও ১৫ হাজার টাকা পেতাম। নরম হওয়ার কারণে আজ সকালে ১২০০ টাকায় বিক্রি করেছি। বছরে দুই একবার এ ধরনের বড় মাছ জালে উঠে।
ব্যবসায়ী জিল্লুর রহমান আবির বলেন, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। তবে নরম হলে দাম কম পাওয়া যায়। এনায়েত ব্যাপারি নিলামে মাছটি ১২০০ টাকায় কিনেছেন।
এনায়েত ব্যাপারি বলেন, ফারাবি মৎস্য আড়তের মাধ্যমে আমি মাছটি কিনেছি। মাছটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছে। খেতে সুস্বাদু হওয়ায় দাম ভালো পাওয়া যায়।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, স্থানীয় এলাকায় এই মাছটি ‘পাখি মাছ’ এবং ‘গোলপাতা মাছ’ হিসেবে পরিচিত। এটি গভীর সমুদ্রের মাছ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝