gramerkagoj
রবিবার ● ৩০ জুন ২০২৪ ১৬ আষাঢ় ১৪৩১
gramerkagoj

❒ দুই ছেলেসহ আহত ৪ জন

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ জুন , ২০২৪, ১০:৫১:০০ পিএম , আপডেট : রবিবার, ৩০ জুন , ২০২৪, ১১:৫৪:৩৯ এ এম
কাগজ ডেস্ক:
GK_2024-06-27_667d98eeeb939.jpg

এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় সুরুজ মিয়া (৬৫)। এলাকায় ইট-বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় নিহতের দুই ছেলেসহ চারজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
প্রতক্ষদশী ও পুলিশ জানায়, সুরুজ মিয়া এদিন দুপুরে জোহরের নামাজ পড়তে বাসা থেকে বের হলে আলিপাড়া মসজিদের সামনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ খবর পেয়ে তার দুই ছেলেসহ স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া গ্রামে তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট-বালুর ব্যবসা রয়েছে। এ ব্যবসা নিয়ে একই এলাকার সালাউদ্দিন সালু, হিরার সাথে তাদের বিরোধ ছিল। সালু ও হিরা এলাকায় বাড়ি নির্মাণ করলে তাদের কাছ থেকে ইট-বালু নিতে বাধ্য করা হয়। সম্প্রতি একটি নির্মাণাধীন ভবনে তারা চাঁদা দাবি করলে ভুক্তভোগীরা সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এ নিয়ে সুরুজ মিয়া তাদেরকে শাসন করেছিলেন।
স্বজনরা আরও জানান, এরই জেরে মসজিদে জোহরের নামাজ পড়তে বের হলে তার ওপর অতর্কিত হামলা চালায় সালু, হিরাসহ ২০/২৫ জনের একটি দল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা থানার ওসি নূরে আযম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে প্রতিপক্ষের লোকজন সুরুজ মিয়ারসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসকরা সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।
এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার আলামত সংগ্রহ করেছেন।

আরও খবর

🔝